ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করাতে হবে আধার, থাকবে বাড়তি সতর্কতা


Odd বাংলা ডেস্ক: আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করার বিষয়ে পাওয়া গেল কেন্দ্রীয় আইন মন্ত্রকের সম্মতি। তবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করানোর ক্ষেত্রে কয়েকটি সতর্কতা অবলম্বন করার বিষয়ে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় আইন মন্ত্রক। 

কেন এই অতিরিক্ত সতর্কতা? জানা গিয়েছে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য চুরি হয়ে যাওয়া থেকে বাঁচাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে কী কী সতর্কতামুলক ব্যবস্থা নেওয়া হবে তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, ইলেকটোরাল রোল ডেটাবেস কোনওভাবেই আধার ইকোসিস্টেমের মধ্যে প্রবেশ করবে না। 

আধারের তথ্য সংগ্রহ করে অবৈধ ভোটারদের চিহ্নিত করা যাবে বলে জানা গিয়েছে। তবে ভোটার তালিকায় নাম তোলার সময়ে কেউ যদি আধার নম্বর না বলতে পারেন সেক্ষেত্রে বিশেষ অসুবিধা হবে না। আধার নম্বর না থাকলেও ভোটার তালিকা থেকে যে কারওর নাম বাদ যাবে না, সেই বিষয়েও নিশ্চিত করা হয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.