কেন্দ্রীয় বাজেট ২০২৩: বাজেট সম্পর্কে এই তথ্যগুলি কি আপনি জানতেন?


Odd বাংলা ডেস্ক: আগামী ১ ফেব্রুয়ারি দ্বিতীয়বারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। মুখ থুবড়ে পড়া অর্থনীতির হাল কি ফেরাতে পারবে ২০২৩-র বাজেট। তার জন্য শনিবার পর্যন্ত অপেক্ষা করতেই হবে সকলকে। তবে তার আগে জেনে নিন কেন্দ্রীয় বাজেট সম্পর্কে রইল কিছু অজানা তথ্য। 

১) এবার বাজেট পেশ হবে বুধবার। 

২) পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 

৩) ২০০০ সাল পর্যন্ত ফেব্রুয়ারি মাসের শেষ দিনে বিকেল পাঁচটায় বাজেট পেশ করা হত। তবে ২০০১ সালে অর্থমন্ত্রীর পদের দায়িত্ব নেওয়ার পর যশবন্ত সিনহা সেই নিয়মের বদল ঘটান। যার ফলে সেই বছর থেকে বিকেলের পরিবর্তে বেলা ১১টা থেকে বাজেট পেশ হওয়া শুরু হয়।  

আরও কিছু অজানা তথ্য জানতে ক্লিক করুন এই লিঙ্কেBUDGET 2020: বাজেট পেশের আগে জানুন বাজেটের অজানা কথা

৪) প্রতিটি বাজেটই দেশের অর্থনীতির ভাগ্য নির্ধারণের জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ হলেও এযাবত সবচেয়ে গুরুত্বপূর্ণ বাজেট পেশ করেছিলেন ডঃ মনমোহন সিং। ১৯৯১ সালে পি ভি নরসিংহ রাওয়ের সরকারের অর্থমন্ত্রী হিসাবে মনমোহন সিং-এর পেশ করা বাজেটকে ভারতের অর্থনৈতিক সংস্কারের সূচনা বলে মনে করা হয়। 

৫) ১৯৭০-৭১ সালে ইন্দিরা গান্ধীর পর দ্বিতীয় মহিলা হিসাবে বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। 
Blogger দ্বারা পরিচালিত.