"তোমার স্তনগুলো দেখাও" ৬৫ বছরের প্রযোজক বলেছিলেন কিশোরী অভিনেত্রীকে, আবার মিটু


Odd বাংলা ডেস্ক: কয়েক বছর আগে হলিউডের পাশাপাশি বলিউডেও শুরু হয়েছিল ‘মি টু’ আন্দোলন। তাতে ধরাশায়ী হয়েছিলেন অভিনেতা, পরিচালক, প্রযোজক থেকে রাজনীতিকরা পর্যন্ত। এরপর আবার এক প্রযোজকের নামে বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেত্রী মলহর রাঠোর। তিনি এখন টেলিভিশনের চেনা মুখ। প্রচুর বিজ্ঞাপনও করেছেন। তিনি বলেন, “অভিনয় বাদে অন্য কেরিয়ারও বেছে নিতে পারতাম। হয়তো অভিনয়ের চেয়ে অন্য পেশায় যাওয়া সহজই হত আমার পক্ষে। কিন্তু অভিনেত্রী হওয়া ছিল আমার স্বপ্ন।” এক সংবাদ সংস্থাকে মলহর বলেন, “তখন সেই প্রযোজকের বয়স ছিল ৬৫। আমি ছিলাম কিশোরী। প্রযোজক বলেছিলেন, তিনি আমার শুভাকাঙ্ক্ষী। তার পরেই বললেন, তোমার টপ খুলে ফেল।” 

Blogger দ্বারা পরিচালিত.