কোমা থেকে উঠে জল নয়, এক মগ বিয়ার চাইলেন রোগী!


Odd বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার সর্বগ্রাসী আগুনের জেরে ব্যহত হয়েছে সাধারণ মানুষের স্বাভাবিক জনজীবন। এরই মধ্যে নিজের ঘরবাড়ি এবং পোষ্য ঘোড়াগুলিকে বাঁচাতে গিয়ে আগুনে ঝলসে গেলেন এক ব্যক্তি। সূত্রের খবর কাডল ক্রিক শহরের জন গ্যাল্টজ নামে ওই ব্যক্তি দাবানলের গ্রাস থেকে নিজের বাড়ি এবং পোষ্যদের বাঁচাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন। 

৭৩ বছর বয়সী ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি কোমায় চলে যান। এরপর কোমা থেকে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠতে থাকেন। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুসারে, সুস্থ হয়ে ওঠার পর তাঁকে যখন প্রশ্ন করা হয় তিনি একটু জল খাবেন কিনা, তার উত্তরে তিনি বলেন, তিনি একটু বিয়ার খেতে চান।

তীব্র দাবানলের জেরে অস্ট্রেলিয়ার কাডল ক্রিক শহরে ইতিমধ্যেই ব্যপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই সেখানকার ৫০০-রও বেশি ঘরবাড়ি পুড়ে গিয়েছে। লাগাতার উদ্ধারকার্য চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। ভয়াবহ এই অগ্নিকান্ডকে দেশের জরুরী বিপর্যয় বলে ঘোষণা করা হয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.