গগনযান: মানুষের আগে মহাকাশে রোবট পাঠাবে ইসরো, তৈরি 'ব্যোমমিত্রা', দেখুন ভিডিও


Odd বাংলা ডেস্ক: সে কথা বলতে পারে, এমনকী অন্য মানুষকে চিনতেও পারে। মহাকাশে গিয়ে কী কী করতে হয় সেসবকিছুও অভিনয় করে দেখাতে পারে। এমনকি কথোপথন এবং মানুষের প্রশ্নের উত্তরও দিতে পারে সে। তার নাম ব্যোমমিত্রা। না কোনও সপন্দরী মহিলা নন। এ হল একজন মানব রোবট, যা নির্মাতা হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। 

ব্যোমমিত্রা এমন এক অর্ধ-হিউম্যানয়েড, যা ইসরোর পরীক্ষামুলক উড়ানের অংশ হতে চলেছে। প্রসঙ্গত আর দু বছর পরেই মহাকাশে পাড়ি দেবে ইসরোর স্বপ্নের গগনযান। যে মিশনের হার ধরে মহাকাশে মানুষ পাঠাবে ইসরো। কিন্তু তার আগে মহাকাশে যাবি হিউম্যানয়েড ব্যোমমিত্রা।
বুধবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত একটি ইভেন্টে এই হিউম্যানয়েড-এর উন্মোচন করা হয়। এমনকি অনুষ্ঠানে আগত সাংবাদিকদের উদ্দেশে নমস্কার জানিয়ে বলে, 'হাই, আমি ব্যোমমিত্রা, অর্ধ হিউম্যানয়েড-এর প্রথম প্রোটোটাইপ।' 

ইসরোর এক বিজ্ঞানীর মতে, ব্যোমমিত্রার যেহেতু পা নেই, তাই এটি হল অর্ধ হিউম্যানয়েড। এটিকে কেবল পাশ ফেরানো যায় এবং সামনের দিকে বাঁকানো যায়। চলতি বছরের শেষের দিকেই মহাকাশে পাড়ি দেবে হিউম্যানয়েড। 
Blogger দ্বারা পরিচালিত.