JNU জট কাটতে না কাটতেই এবার হামলা বিশ্বভারতীতে


Odd বাংলা ডেস্ক: দেশ জুড়ে আগেই অশান্তি চরমে। আর সেই রাজনৈতিক পরিস্থিতিতে ঘৃতাহুতি করছে ছাত্র-ছাত্রীরা। এমন অবস্থা যে একের পর এক কলেজে ছাত্র আন্দোলনের ওপর হামলা করতে হচ্ছে কেন্দ্রীয় সরকার তথা হিন্দুত্ববাদী উগ্রপন্থার তরফে। এরই মাঝে এবার আঘাত এল বিশ্বভারতীতেই। 

অভিযোগ, বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ বিদ‍্যাভবন বয়েজ হস্টেলের সামনে অর্থনীতি বিভাগের ছাত্র স্বপ্ননীল মুখোপাধ‍্যায়কে মারধর করেন এবিভিপি সমর্থকরা। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। আহত ছাত্রকে বিশ্বভারতী পিয়ারসন মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছাত্রনেতা অচিন্ত্য বাগদি, সাবির আলির বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছেন পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ, হাসপাতালেও চড়াও হয় হামলাকারীরা। 

হাসপাতাল চত্বরে বৃহস্পতিবার সকালেও আটোসাঁটো নিরাপত্তা। গত কয়েকদিন ধরে NRC, CAA-র বিরুদ্ধে দফায় দফায় বিক্ষোভ, মিছিল করছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ‍্যালয়ের বামপন্থী পড়ুয়ারা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওয়ে মারমুখী বেশ কয়েক জনকে দেখা গিয়েছে ভাঙা উইকেট ইত্যাদি হাতে। বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতাল সূত্রে খবর, সেখানে ভর্তি স্বপ্ননীল মুখোপাধ্যায় ও শুভ নাথ নামে দুই ছাত্র।
Blogger দ্বারা পরিচালিত.