খোলা স্থানে শৌচকর্ম আর নয়, শহরের রাস্তায় বসানো হল বড় বড় আয়না
Odd বাংলা ডেস্ক: ভারতের মতো দেশে রাস্তা-ঘাটের বিভিন্ন পাবলিক প্রপার্টির গায়ে লিখে রাখা স্লোগান ও ছবি এক টাই বার্তা দেয় যে, যেখানে-সেখানে, খোলা স্থানে শৌচকর্ম করবেন না।
অনেক জায়গায় আবার ঠাকুর-দেবতার ছবিও লাগিয়ে দেওয়া হয়, অন্তত ধর্মের ভয়ে যাতে মানুষ খোলা স্থানে শৌচকর্ম না করেন। তনে কোনও কিছুতেই যে বড় একটা কিছু কাজ হয়, এমনটা নয়। চারিদিকে একটু ভাল করে তাকালেই কাউকে না কাউকে খোলা রাস্তায় শৌচকর্ম করতে দেখা যায়। তবে এবার খোলা স্থানে শৌচকর্ম রুখতে এক অভিনব উদ্যোগ নিল বেঙ্গালুরু।
বৃহত বেঙ্গালুরু মহানগর পালিকের (বিবিএমপি) তরফে শহরের একাধিক এলাকায় বসানো হয়েছে বড় বড় আয়না। যাতে খোলা স্থানে বাথরুম করতে গিয়ে নিজের প্রতিবিম্ব আয়নায় দেখতে পায় এবং তা করা থেকে বিরত থাকে। ইতিমধ্যেই শহরের পাঁচটি আলাদা আলাদা জায়গায় ইতিমধ্যেই এই আয়না বসানো হয়েছে। সেইসঙ্গে রয়েছে কিছু কিউআর কোড, যা নিকটবর্তী বাথরুমের পথনির্দেশ দেবে।
বিবিএমপি-র কমিশনার জানিয়েছেন, এটা ঠিক যে, সবসময় কাছে পিঠে শৌচালয় পড়ে না। তবে তা কখনওই ৬০০ মিটারের বাইরে নয়। আর সেই কারণেই পাবলিক প্লেসে এইধরনের আয়না বসানো হয়েছে, যাতে সাধারণ মানুষ খোলা স্থানে শৌচকর্ম করা থেকে বিরত থাকে।
Post a Comment