রাজভবন নয় আজ রাতে বেলুড় মঠে রাত কাটাবেন মোদী
Odd বাংলা ডেস্ক: বেলুড় মঠের বর্ষীয়াণ মহারাজ স্বামী অলকেশানন্দ মহারাজজি জানিয়েছেন, নরেন্দ্র মোদীই প্রথম প্রধানমন্ত্রী যিনি বেলুড় মঠে রাত কাটাবেন। এর আগে অন্য কোনও প্রধানমন্ত্রীকে পেলুড় মঠে রাত্রিযাপন করতে দেখা যায়নি।
রাজভবন নয়, স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত বেলুড় মঠেই রাত কাটাতে চান তিনি, এমন ইচ্ছা আগেই জানিয়েছিলেন মোদী। সেই মতো মঠ কর্তৃপক্ষদের সঙ্গে যোগাযোগ করা হয়। অতিথিশালা ফাঁকা করার কাজও শুরু করে দেন মঠ কর্তৃপক্ষ। আগামীকাল, রবিবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী। মঠের সন্ন্যাসীদের সঙ্গে ভোরবেলা প্রধানমন্ত্রী ধ্যানে বসবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর বেলুড় মঠে থাকাকালীন কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। গোটা মঠ ঘিরে রেখেছে এসপিজি। মঠের বাইরে রাজ্য পুলিশের তরফেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
Post a Comment