সিএএ-এর বিরুদ্ধে আন্দোলনকারীদের নামাজ পাঠের ব্যবস্থা করা হল গির্জায়, সম্প্রীতির নজির দেখলো দেশ
Odd বাংলা ডেস্ক: সাম্প্রতিক নাগরিকত্ব (সংশোধনী) আইন নিয়ে দেশজুড়ে দফায় দফায় চলছে বিক্ষোভ প্রতিবাদ। আর এই ঘটনার জেরে একটা সাম্প্রদায়িক বিভাজন ভীষণই স্পষ্ট। তবে এই অন্ধকার পরিস্থিতিতেও আশার আলো হয়ে থাকল এই ঘটনা।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে জানানো হয়েছে, কেরলের একটি গির্জার দরজা খুলে দেওয়া হয়েছে, যাতে শত শত মুসলিমরা তাঁদের নামাজ পড়তে পারে। সিএএ-এর বিরোধীতায় একদল প্রতিবাদী এরনাকুলাম জেলার মুভতপুজ়া থেকে কোত্থামঙ্গল পর্যন্ত ১০ কিলোমিটার পথ যাত্রা করার পরেই তাঁদের দেখএন যে, তাঁদের নামাজ পড়ার সময় হয়ে গিয়েছে, কিন্তু আশেপাশে কোনও মসজিদ নেই।
পদযাত্রার এক নেতা স্থানীয় এক গির্জার প্রধানের সঙ্গে কথা বলেন, এবং গির্জার তরফেই তাদের নামাজ পড়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। গির্জার তরফে আরও জানানো হয় যে, মুসলিম ভাইদের জন্য কেবল নামাজ পড়াই নয়, সেইসঙ্গে তাঁদের অযু করার ব্যবস্থাও করেছিল, যা নামাজ পাঠের আগে আবশ্যক। এরপর নামাজ পাঠের পর তারকা সমস্ত গির্জা ঘুরেও দেখেন। এককথায় দুই সম্প্রদায়ের মধ্যে এমন সম্প্রীতির নজির দেখল সারা দেশ।
Post a Comment