ইলেকট্রিকের বিল কত দিচ্ছেন? সেটাও জানাতে হবে এবার ইনকাম ট্যাক্সে


Odd বাংলা ডেস্ক: আয়কর দফতর ২০২০-২১ ‘অ্যাসেসমেন্ট’ বর্ষের জন্য দু’টি ফর্মের বিজ্ঞপ্তি দিয়েছে, সেগুলি হল — আইটিআর-১ এবং আইটিআর ৪। যার ফলে এবার থেকে যৌথ মালিকানায় বাড়ি থাকলে তাদের আইটিআর-৪ জমা দিতে হবে। আবার একটি অর্থবর্ষে যাঁরা ব্যাংক অ্যাকাউন্টে এক কোটির 

বেশি টাকা জমা করেছেন তাদেরও আইটিআর-৪ জমা দিতে হবে । তা ছাড়া ইলেকট্রিক বিল বাবদ খরচ ১ লাখের বেশি হলে, তাঁদেরও ওই ফর্মেই রিটার্ন জমা দিতে বলা হয়েছে ৷

আগে করদাতাদের রিটার্ন ফাইলের সময় পাসপোর্ট সংক্রান্ত কোনও তথ্য দিতে হত না। কিন্তু এ বারে নয়া নিয়মে করদাতার পাসপোর্ট থাকলে তার নম্বর উল্লেখ করতে হবে রিটার্ন ফর্মের নির্দিষ্ট কলামে। তাছাড়া নিজের, পরিবারের বা অন্য কারও জন্য বিদেশ ভ্রমণে ২ লক্ষ টাকা বা তার বেশি খরচ করলেও সে কথাও জানাতে হবে আয়কর রিটার্নে।
Blogger দ্বারা পরিচালিত.