সন্ধান পাওয়া গেল জুরাসিক যুগের মাংস-খেকো ডায়নোসরের


Odd বাংলা ডেস্ক: সম্প্রতি জীবাশ্মবিদরা মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহতে সেই জুরাসিক যুগের এক বিশেষ প্রজাতির মাংস-খেকো ডায়নোসরের জীবাশ্ম উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে ১৫৭ থেকে ১৫২ মিলিয়ন বছর আগে শেষ জুরাসিক পিরিয়ডে উত্তর আমেরিকার পশ্চিমাঞ্চলে এগুলি বসবাস করত। 

উদ্ধার হওয়া জীবাশ্মটি এলোসোরাসয়েডদের অন্তর্ভূক্ত। এটি একটি ছোট থেকে বড় দেহযুক্ত, পায়ে মাংশ-পেশীযুক্ত এই ডায়নোসর জুরাসিক এবং ক্রিটাসিয়াম সময়কালে বসবাস করত। সম্প্রতি উটাহের ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়ামে এগুলিকে রাখা হয়েছে। 
পূর্বে জীবাশ্মবিদরা ভেবেছিলেন যে, জুরাসিক উত্তর আমেরিকায় অ্যালোসরাসের একটিমাত্রই প্রজাতি রয়েছে।কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে যে, অ্যালোসরাস ফ্র্যাগিলিস-এর চেয়ে প্রায় কমপক্ষে পাঁচ মিলিয়ন বছর আগে এসেছিল সদ্য খুঁজে পাওয়া অ্যালোসরাস জিম্মাদসেনি। অ্যালোসরাস জিম্মাদসেনির আনুমানিক বয়স প্রায় ১৫৫ মিলিয়ন বছর। 
Blogger দ্বারা পরিচালিত.