৭ বছরে নির্ভয়ার খুনিদের আয় ১.৩৭ লক্ষ টাকা, জেলের মধ্যে কেমন ছিল তাদের জীবন
Odd বাংলা ডেস্ক: ২২ জানুয়ারি নির্ভয়ার হত্যাকারীলদের ফাঁসির আদেশ দিয়েছিল আদালত। আপাতত তা স্থগিত রাখা হয়েছে। তবে জানেন কি গত সাত বছরে তিহারে থাকাকালীন আসামীরা জেলের মধ্যে যা যা কাজ করছে, তাতে তাদের আয় হয়েছে প্রায় ১ লক্ষ ৩৭ হাজার টাকা।
জেলের মধ্যে বিভিন্নরকম কাজে অংশ নিয়েছিল অপরাধী অক্ষয় কুমার সিং, পবন গুপ্ত এবং বিনয় শর্মা। জেলের মধ্যে বিভিন্ন কাজ করে অক্ষয় পেয়েছে ৬৯,০০০ টাকা, বিনয়ের আয় ৩৯,০০০ টাকা এবং পবন আয় করেছে ২৯,০০০ টাকা। কিন্তু গত সাত বছর জেলে কার্যত অলস জীবন কাটিয়েছে চতুর্থ অপরাধী মুকেশ। গত সাত বছরে এক টাকাও রোজগার করেনি সে।
শুধু তাই নয়, তিহার-এর সূত্র অনুসারে, একাধিরবার কারাগারের নিয়মও ভঙ্গ করেছে তারা। আর এর জন্য শাস্তিও দেওয়া হয়েছে তাদের। জানা যায়, বিনয় ১১ বার, পবন ৮ বার, মুকেশ ৩ বার এবং অক্ষয়কে এক বার জেলের নিয়ম ভেঙে ছিল।
জেলের ভেতরেই আচমকা পড়াশোনা করার সিদ্ধান্ত নেয় তারা। ২০১৬ সালে মুকেশ, পবন এবং অক্ষয়-কে ভর্তি করা হয় ১০ম শ্রেণিতে। তারা কেউই পাশ করতে পারেনি। ২০১৫ সালে বিনয় স্নাতক স্তরে ভর্তি হয়েও পড়া শেষ করেনি।
Post a Comment