পিছিয়ে গেল নির্ভয়ার অপরাধীদের মৃত্যুদণ্ডের দিন, ২২ জানুয়ারি হবে না ফাঁসি
Odd বাংলা ডেস্ক: নির্ভয়ার গণধর্ষণ এবং খুনের দায়ে চার অপরাধীকে আগামী ২২ জানুয়ারি ফাঁসির নির্দেশ দিয়েছিল দিল্লির আদালত। কারণ চারজনের মধ্যে অন্যতম অপরাধী মুকেশ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন জানিয়েছে। পাশাপাশি তার গ্রেফতারি পরোয়ানাকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টেও পিটিশান দাখিল করেছে।
নির্ভয়ার অপরাধীদের শাস্তির জন্য এবং নির্ভয়াকে সুবিচার দেওয়ার দাবিতে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের প্রায় ৭ বছর পর দিল্লির আদালত দোষীদের মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল। সেই মোতাবেক আগামী ২২ জানুয়ারি সকাল সাড়ে সাতটায় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে রায় দিয়েছিল আদালত।
তবে মুকেশ-সহ অন্য আর এক আসামী বিনয় সুপ্রিম কোর্টে একটি কিউরেটিভ আবেদন জানালে শীর্ষ আদালত তা খারিজ করে দেয়। এরপর মুকেশ দিল্লি আদালতের দ্বারস্থ হয় এবং তার বিরুদ্ধে জারি হওয়া মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ প্রার্থনা করে।
আদালতে তার যুক্তি ছিল এটাই যে, তার রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার অধিকার রয়েছে। দিল্লি হাইকোর্ট তার আবেদনের শুনানি করবে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে এই আবেদন যাওয়ার পূর্বে তা দিল্লির স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে পৌঁছাবে, রাষ্ট্রপতির সুপারিশের ভিত্তিতেই তারা সিদ্ধান্ত নেবেন।
সূত্রের খবর, এই কারণেই দিল্লি সরকার দিল্লি হাইকোর্টকে নির্দেশ দিয়েছে, আগামী ২২ জানুয়ারী চার আসামীর ফাঁসি হবে না কারণ তাদের প্রাণভিক্ষার আবেদন এখন বিচারাধীন রয়েছে।
Post a Comment