'এত সাহস হয় কীকরে', নির্ভয়ার দোষীদের ক্ষমা প্রসঙ্গে গর্জে উঠলেন মা আশা দেবী


Odd বাংলা ডেস্ক: 'কে এই ইন্দিরা জয়সিং? ভাবতেই পারছি না তার এমন উপদেশ তিনি দেন কোন সাহসে'- এদিন ঠিক এভাবেই গর্জে উঠলেন নির্ভয়ার মা আশাদেবী। শুক্রবার সুপ্রিম কোর্টের বর্ষীয়ান আইনজীবি ইন্দিরা জয়সিং ট্যুইট করে নির্ভয়ার মা আশা দেবীর কাছে দোষীদের ক্ষমা করে দেওয়ার আবেদন জানান। আর সেই প্রসঙ্গেই বর্ষীয়ান আইনজীবিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি। 

এদিন একটি টুইট করে ইন্দিরা জয়সিং নির্ভয়ার মাকে নির্ভয়ার দোষীদের ক্ষমা প্রদর্শ নের আর্জি জানিয়েছিলেন, ঠিক যেভাবে রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পর সনিয়া গান্ধী রাজীব হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত নলিনীকে ক্ষমা প্রদর্শন করেছিলেন। 
আর তাঁর এই মন্তব্যের তীব্র বিরোধীতার পাশাপাশি নির্ভয়ার মা বলেন, 'কে এই ইন্দিরা জয়সিং, যে আমাকে এইরকম পরামর্শ দিচ্ছেন। তাঁর এত সাহস হয় কী করে। সারা দেশ চায় অপরাধীদের ফাঁসি হোক। এই তাঁর (ইন্দিরা  জয়সিং) মতো কিছু আইনজীবির জন্য ধর্ষিতারা ন্যায়বিচার পায় না।'
Blogger দ্বারা পরিচালিত.