"অপরাধীদের কোনওদিন ফাঁসি হবে না", কেঁদে ফেললেন নির্ভয়ার মা
Odd বাংলা ডেস্ক: তিহাড় জেলে হাজির হয়েছে ফাঁসুড়ে পবন জল্লাদ। শনিবার ভোরে সেখানেই ফাঁসি হওয়ার কথা নির্ভয়ার চার খুনির। এর মধ্যে শুক্রবার দিল্লির এক আদালত জানাল, ফের নির্দেশ না দেওয়া পর্যন্ত ফাঁসি স্থগিত রাখতে হবে। সেকথা শুনে কেঁদে ফেললেন নির্ভয়ার মা আশা দেবী। তিনি বললেন, অপরাধীদের উকিল এখন গর্ব করে বলছে, চারজনের ফাঁসি কখনই হবে না। দিল্লির বিশেষ আদালত মৃত্যু পরোয়ানা জারি করে বলেছিল, ২২ জানুয়ারি চার দোষীর ফাঁসি দিতে হবে। সুপ্রিম কোর্টে রায় সংশোধনের আর্জি জানিয়েছিল দুই অভিযুক্ত। সেই আর্জি খারিজ হওয়ার পর দিল্লি হাইকোর্টে দিল্লির নিম্ন আদালতের ওই মৃত্যু পরোয়ানার রায় চ্যালেঞ্জ করে মামলা দায়ের করে মুকেশ সিং।
এর পরেই নির্ভয়া কাণ্ডে দোষীদের ফাঁসি পিছিয়ে যায়। ২২ জানুয়ারি ফাঁসি দেওয়া যাবে না বলে রায় দেয় দিল্লি হাইকোর্ট। পরবর্তী নির্দেশে বলা হয় ১ ফেব্রুয়ারি ভোর ছ’টায় ফাঁসি হবে নির্ভয়া-কাণ্ডের অপরাধীদের। আগের ফাঁসির তারিখ পিছিয়ে যাওয়ার পরে ফের নতুন তারিখ ঘোষণা করে দিল্লি আদালত। এবার ফের পিছল ফাঁসি। তবে এবার আর নতুন তারিখ ঘোষণা করা হয়নি। এই ঘটনার পরেই দোষীদের তরফের উকিলবুক চিতিয়ে বলেন দোষীদের ফাঁসি কোনদিন হবে না। তারপরেই ভেঙে পড়েন নির্ভয়ার মা। তিনি বলেন তাহলে কি তাঁর মেয়ে কোনদিন ন্যায় বিচার পাবে না।
Post a Comment