'ওম শান্তি ওম' দীপিকা পাডুকোনের প্রথম ছবি নয়!


Odd বাংলা ডেস্ক: বলিউডে দীপিকা পা রেখেছিলেন ২০০৭ সালে। ফারহা খান পরিচালিত, 'ওম শান্তি ওম' ছবির হাত ধরে। কিন্তু জানেন কি এই ওম শান্তি ওম কিন্তু দীপিকার প্রথম ছবি নয়।

অনেকেই জানেন না, ওম শান্তি ওম ছবির আগে ২০০৬ সালে কন্নড় ছবি 'ঐশ্বর্য'র হাত ধরে সিনে-দুনিয়ায় পা রাখেন দীপিকা। ছবিতে অভিনয় করেছিলেন উপেন্দ্র এবং ডেইসি বোপান্না।



Blogger দ্বারা পরিচালিত.