দীর্ঘমেয়াদি লাভের একটাই হোক সংজ্ঞা, শিল্পমহলে বাজেটের আগে দাবি


Odd বাংলা ডেস্ক: বিনিয়োগ ক্ষেত্রের জন্য একটিই সংজ্ঞা নির্ধারণ করা হতে পারে কেন্দ্রীয় বাজেটে। সেটা করা হলে, প্রত্যক্ষ করের ক্ষেত্রে এটা একটা বড় সংস্কারমূলক পদক্ষেপ হবে বলেই মনে করছেন কর বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, শেয়ার, ইকুইটি মিউচুয়াল ফান্ড, জমি-বাড়ি সহ সমস্ত বিনিয়োগের ক্ষেত্রে লাভ ও করের হিসাব করার জন্য দু’বছর বা তার বেশি সময়কে দীর্ঘমেয়াদ হিসাবে ধার্য করার প্রস্তাব বিবেচনা করছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।

বর্তমানে, শেয়ার বা ইকুইটি মিউচুয়াল ফান্ডের লগ্নি ১২ মাস বা তার পর বিক্রি করলে লগ্নিকারীর যে লাভ হয় তার উপর তাঁকে ১০ শতাংশ হারে লংটার্ম ক্যাপিটাল গেইনস (এলটিসিজি) ট্যাক্স দিতে হয়। অবশ্য, কোনও এক বছরে ওই লাভের পরিমাণ ১ লক্ষ টাকা বা তার কম হলে এলটিসিজি ট্যাক্স দিতে হয় না। ১২ মাসের মধ্যে লগ্নি বিক্রি করলে লাভের উপর লগ্নিকারীকে ১৫ শতাংশ হারে সর্টটার্ম ক্যাপিটাল গেইনস (এসটিসিজি) ট্যাক্স দিতে হয়।


Blogger দ্বারা পরিচালিত.