গত ৫ বছরে ১,১০০ শিশুকে দত্তক নেওয়ার পরেও ফিরিয়ে দিয়েছেন নিঃসন্তান বাবা-মায়েরা!


Odd বাংলা ডেস্ক: সম্প্রতি প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। গত পাঁচ বছরে প্রায় ১,১০০-রও বেশি দত্তক নেওয়া শিশুকে চাইল্ড কেয়ার ইন্সটিটিউশনে ফিরিয়ে দিয়েছেন বাবা-মা। সেন্ট্রাল অ্যাডপশান রিসোর্স অথরিটি-র তরফে জানানো হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই দত্তক নেওয়া শিশুর সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হওয়ার কারণেই তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। বিশেষত ৮ বছরের বেশি বয়ের শিশুদের সঙ্গেই মানিয়ে নিতে অসুবিধা হচ্ছিল বাবা-মায়ের।  

তথ্যের অধিকার আইনের দ্বারা প্রাপ্ত তথ্যের মাধ্যমে জানা গিয়েছে, ২০১৪-'১৫ সালে ৪৩২৬ জন দত্তক নেওয়া শিশুর মধ্যে ৩৮৭ জন শিশুকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। ২০১৫-'১৬ সালে ৩৬৭৭ জন দত্তক নেওয়া শিশুর মধ্যে ২৩৬ জনকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। ২০১৬-'১৭ সালে ৩,৭৮৮ জন দত্তক নেওয়া শিশুর মধ্যে ১৯৫ জনকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। ২০১৭-'১৮ সালে এই সংখ্যাটি ছিল ৩৯২৭-এর মধ্যে ১৫৩ জন দত্তক শিশু। আর ২০১৮-'১৯ সালে দত্তক নেওয়া ৩৯২৭ জনের মধ্যে ১৫৩ জনকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। যাদের অধিকাংশকেই ফিরিয়ে দেওয়া হয়েছিল মানিয়ে নিতে অসুবিধা হওয়ার কারণে। 

প্রসঙ্গত, বিভিন্ন চাইল্ড কেয়ার ইন্সটিটিউটগুলিতে শিশুদের বিভিন্ন রকমের প্রশিক্ষণও দেওয়া হয়। তবে বিশেষজ্ঞদের কথায়, একজন অনাথ শিশুকে এখটি পরিবারের সঙ্গে মানিয়ে-গুছিয়ে থাকার জন্য বিশেষভাবে কাউন্সিলিং-এর প্রয়োজন। 
Blogger দ্বারা পরিচালিত.