শহরে বৃষ্টির পূর্বাভাস, বিহারে তীব্র শৈত্যপ্রবাহের জেরে বন্ধ স্কুল, দেরিতে চলছে একাধিক ট্রেন


Odd বাংলা ডেস্ক: তীব্র শৈত্যপ্রবাহ অনুভূত হয়েছে উত্তরভারতের একাধিক জায়গায়। বৃহস্পতিবার সকাল থেকেই স্বল্প দৃশ্যমানতার কারণে উত্তর রেলের ২১টি ট্রেন সময়ের থেকে অনেকটাই ধীরে চলছে বলে জানা গিয়েছে। 

আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় পূর্ব রাজস্থানের বেশিরভাগ অংশ এবং হরিয়ানা, দিল্লি, পঞ্জাব, পশ্চিম-মধ্য প্রদেশের বিচ্ছিন্ন এলাকায় তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। তবে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে,যার জেরে পাটনার শিক্ষা দফতরের তরফে ৫ জানুয়ারী পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

বুধবার নববর্ষের দিনে রাজধানীতে ছিল রোদ ঝলমলে আবহাওয়া। এদিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.৫ ডিগ্রি সেলসিয়াস। যার ফলে গত কয়েকদিনে হাড় কাঁপানো শীতের হাত থেকে কিছুটা হলেও রক্ষা পেয়েছেন দিল্লিবাসী। বৃহস্পতিবার দিল্লিতে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। 

একইভাবে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে এরাজ্যেও। তবে শনিবারের পর থেকে আবহাওয়া আবার স্বাভাবিক হবে বলে জানা গিয়েছে। 
Blogger দ্বারা পরিচালিত.