মাত্র ৫ দিনে নির্বাচারে হত্যা করা হল ৫০০০-এরও বেশি উট, তীব্র নিন্দায় নেটিজেনরা


Odd বাংলা ডেস্ক: তীব্র দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে প্রায় ৫০ কোটিরও বেশি পশুর। দাবানলের কারণে নির্দিষ্ট পরিমাণের চেয়ে বেশি জল খাচ্ছে উট, আর সেই কারণেই ১০,০০০ উটকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া সরকার। 


পরিকল্পনা মাফিক কাজও এগিয়ে রাখল অস্ট্রেলিয়া সরকার। মঙ্গলবার সেদেশে প্রায় ৫০০০-এরও বেশি উটকে নির্বিচারে হত্যা করা হয়েছে বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে দক্ষিণ অস্ট্রেলিয়ার আদিবাসী নেতারা জানিয়েছেন, তীব্র খরা আর প্রচণ্ড উত্তাপের কারণে প্রচুর পরমাণে উট খাবার আর পানীয়ের অন্বেষনে গ্রামে ঢুকে পড়ে বহু জিনিসপত্রের ক্ষয়ক্ষতি করেছে। 

আর এই কারণেই ওই আদিবাসী নেতার নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে হেলিকপ্টারে শ্যুটার পাঠিয়ে মেরে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১০,০০০ উটকে। সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি উট মেলে অস্ট্রেলিয়ায়। প্রায় ১০ লক্ষ উট রয়েছে সেখানে। কিন্তু প্রাকৃতিক বিপর্যের মুখে যখন একদিকে এই বিপুল পরিমাণ পশু মারা যাচ্ছে, তথন নির্বিচারে এমন পশুহত্যার তীব্র নিন্দা করছে নেটদুনিয়া। 
Blogger দ্বারা পরিচালিত.