অস্ট্রেলিয়ার দাবানলে পুড়ে গিয়েছে ৫০ কোটি প্রাণী, আতঙ্কিত পরিবেশবিদরা!
Odd বাংলা ডেস্ক: ভয়ঙ্কর দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় দুশোরওল বেশি ঘর-বাড়ি। প্রাণও হারিয়েছেন অসংখ্য মানুষও, পাশাপাশি পুড়ে গিয়েছে অসংখ্য অবলা জীবযন্তু! স্তন্যপায়ী প্রাণী, সরীসৃপ, পাখী, শাবকবাহী প্রাণী-সহ অসংখ্য প্রজাতীর প্রাণী প্রাণ হারিয়েছে অস্ট্রেলিয়ার দাবানলে। তবে এদের মধ্যে অনেককেই স্বেচ্ছাসেবক এবং দমকলক্রমীরা উদ্ধার করতে সক্ষম হয়েছেন।
কিন্তু উদ্ধার হওয়া বেশিরভাগ প্রাণীই এতটাই খারাপভাবে পুড়ে গিয়েছিল যে, তাঁদের ফেলে দেওয়া ছাড়া পশুচিকিৎসকদের কাছে আর কোনও উপায় ছিল না। অনেকেই আবার যন্ত্রণাহীন মৃত্যু বরণ করেছিল। সবচেয়ে কঠিন বিষয়টি হল প্রতিদিন এইভাবে প্রাণীর মৃত্যুর সংখ্যা বাড়ছে। প্রাথমিকভাবে একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে, প্রায় ৫০ কোটি প্রাণী ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে।
পুড়ে মারা যাওয়ার পাশাপাশি অনাহারে-অযত্নেও মৃত্যু হয়েছে বহু প্রাণীর। অস্ট্রেলিয়ার প্রধান আকর্ষণ হল ক্যাঙারু সেই ক্যাঙারুদের যেভাবে মৃত্যু হয়েছে, তাতে কার্যত আতঙ্কিত পরিবেশবিদরা।
Post a Comment