দীপিকার সাহসিকতার প্রশংসায় পাকিস্তানের সেনা জেনারেল, ট্যুইট করেও মুছে দিলেন!


Odd বাংলা ডেস্ক: জেএনইউ কাণ্ডে অজ্ঞাতপরচয়দের হাতে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন বলি অভিনেত্রী দীপিকা পাডুকোন। আর সেই জন্য তাঁকে নিয়ে কম জলঘোলা হয় নি। দীপিকার এই সিদ্ধান্তে দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে নেটিজেনরা। একদিকে দীপিকার সাহসিকতাকে কুর্ণিশ জানিয়েছেন কিছু মানুষ অন্যদিকে, আর একদল দীপিকার আসন্ন মুক্তিপ্রাপ্ত ছবি ছপক বয়কটের ডাক দিয়েছে। 

আর এবার দীপিকার প্রশংসায় পঞ্চমুখ হলেন পাকিস্তান সেনাবাহিনির মুখপাত্র। মেজর জেনারেল আসিফ গাফুর নিজের ব্যক্তিগত ট্যুইটার হ্যান্ডেল থেকে দীপিকা পাডুকোনের সাহসিকতার প্রশংসা করেছেন। যদিও এর পরেই কোনও এক অজ্ঞাত কারণে নিজের পেজ থেকে এই ট্যুইটটি ডিলিট করে দেন তিনি। 
Image Source- Tweeter

নিজের করা সেই ট্যুইটে মেজর লিখেছেন, যুবসমাজ এবং সত্য উভয়ের পাশে দাঁড়ানোর জন্য দীপিকাকে কুর্নিশ। কঠিন পরিস্থিতিতে সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য শ্রদ্ধা। সককিছুর ঊর্ধ্বে হল মানবতা। যদিও ট্যুইটটি তিনি মুছে দিয়েছেন। 
Blogger দ্বারা পরিচালিত.