সীমান্তে ফের উত্তেজনা, জম্মু ও কাশ্মীরের পুঞ্চে যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান


Odd বাংলা ডেস্ক: শনিবার ফের জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণ রেখা বরাবর ফরোয়ার্ড পোস্ট এবং সংলগ্ন গ্রামগুলিকে লক্ষ্য করে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি বর্ষণ করতে থাকে পাকিস্তান। 

প্রসঙ্গত, পাকিস্তান বর্ডার অ্যাকশন টিম-এর একজনের শিরোচ্ছেদ করার একদিন পরেই পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা প্রকাশ্যে এল। প্রতিরক্ষা মুখপাত্র জানিয়েছেন, শনিবার রাত সাড়ে নটার সময় পুঞ্চ জেলার দেগওয়ার সেক্টরে সীমান্তরেখার পাশে যুদ্ধবিরোধী লঙ্ঘন করতে শুরু করে। 

ভারতীয় সেনাবাহিনির তরফেও এর পাল্টা আক্রমণ শানিয়েছে। যদিও গোলা বর্ষণের জেরে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তান মালতী ও খারি সেক্টরকেও নিজের লক্ষ্যবস্তু করে তুলতে চেয়েছিল। ভারতীয় সেনাবাহিনির তরফে প্রতিরোধ গড়ে তোলার জন্য তারা তারা এইসব এলাকায় কোনও আঘাত হানতে পারেনি। শুক্রবার গুলপুর সেক্টরে পাকিস্তানের মর্টার শেলিং-এর জেরে ভারতীয় সেনার দুই সেনা নিহত এবং তিনজন সেনা আহত হয়েছেন। 
Blogger দ্বারা পরিচালিত.