পরীক্ষার চাপ কাটাতে ছাত্রছাত্রীদের বিশেষ পরামর্শ দেবেন প্রধানমন্ত্রী


Odd বাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার তাঁর 'পরীক্ষা পে চর্চা' কর্মসূচী সময় শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে আলোচনা বৈঠকে বসবেন। আলোচনাটি অনুষ্ঠিত হবে নয়াদিল্লির টালকাটোরা স্টেডিয়ামে, সকাল ১১টার সময়। 

কর্মসূচী সময়, প্রধীনমন্ত্রী সকলের প্রশ্নের উত্তর দেবেন। প্রসঙ্গত এই কর্মসূচীতে নির্বাচিত কিছু ছাত্র-ছাত্রীকেও আমণ্ত্রণ জানানো হয়েছে। পরীক্ষার সময় চাপকে কীভাবে দূরে রাখা যায়, সেই বিষয়েই বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। 

সারা ভারত থেকে প্রায় ২০০০ শিক্ষার্থীদের নিয়ে একটি প্রতিযোগীতার আয়োজন করা হয়েছিল, যেখান থেকে ১০৫০ জনকে বাছাই করে নেওয়া হয়েছে। আর এই কর্মসূচীকে আরও বেশি ছাত্র-কেন্দ্রিক করার জন্য এক ঘণ্টা দীর্ঘ এই কর্মসূচী আয়োজন করা হয়েছে।  
Blogger দ্বারা পরিচালিত.