নিজের চকচকে উজ্জ্বল ত্বকের গোপন রহস্য কী- খোলসা করলেন খোদ প্রধানমন্ত্রী
Odd বাংলা ডেস্ক: বয়স হলেও কিন্তু যথেষ্টই শক্ত-সামর্থ মোদী। সেইসঙ্গে ভাল করে দেখলে বোঝা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চকচকে গ্লোয়িং স্কিনও চোখে পড়বে। বিষয়টি নিশ্চয় আপনারও চোখে পড়েছে। তবে এই চকচকে ত্বকের নেপথ্যেও কিন্তু রয়েছে গোপন রহস্য। আর সেই রহস্য জানালেন খোদ প্রধানমন্ত্রীই।
শুক্রবার নয়া দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে মোদী ৪৯ জন শিশুর সঙ্গে কথা বলেন। এইসব শিশুরা প্রধানমন্ত্রী বাল পুরস্কারে পুরস্কৃত হয়েছে। তাদের সঙ্গে কথাবার্তার সময় প্রধানমন্ত্রী তাদের প্রশ্ন করেন যে, তাদের কারওর দিনে চারবার করে ঘাম হয় কি না। এরপর তিনি বলেন যে, চেহারা উজ্জ্বল দেখাতে এবং শরীরকে সক্রিয় রাখতে প্রতিটি শিশুকে ঘাম ঝড়ানো উচিত।
এরপর তিনি নিজে তেকেই বলেন, তাঁকে একবার প্রশ্ন করা হয়েছিল যে, তাঁর ত্বক এত উজ্জ্বল কীভাবে। তাঁর স্পষ্ট উত্তর ছিল, তিনি খুবই কঠোর শারীরিক পরিশ্রম করেন এবং প্রচুর পরিমাণে ঘাম ঝড়ান। আর তিনি এতটাই ঘাম ঝড়ান যে, সেই ঘাম দিয়েই ভাল করে মুখে মাসাজ করে নেন। আর এই কারণেই তাঁর ত্বক এতটাই উজ্জ্বল।
Post a Comment