BUDGET 2020: বাজেট পেশের পরেই বেড়ে যাবে এই পণ্যগুলির দাম


Odd বাংলা ডেস্ক: আগামী ১ ফেব্রুয়ারি সংসদে ২০২০-২১ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বর্তমানে এক গভীর সংকটের মধ্যে দিয়ে চলেছে ভারতীয় অর্থনীতি। এমন একটি সময়ে নির্মলার এই বাজেট ঘিরে শিল্প এবং রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও আগ্রহ সৃষ্টি হয়েছে। মন্দায় ধুঁকতে থাকা শিল্প সংস্থাগুলির জন্য এই বাজেটে সঞ্জিবনীর সন্ধান থাকার আশায় শিল্প মহল। যদিও মধ্যবিত্তের জন্য কতটা সুখবর থাকতে তা নিয়ে সংশয়ের অন্ত নেই।

এর মধ্যেই জানা গিয়েছে, আসন্ন বাজেট প্রস্তাবে অন্তত ৫০টি পণ্যে আমদানি শুল্ক বৃদ্ধির কথা ঘোষণা করতে পারেন মোদী সরকারের অর্থমন্ত্রী। বাণিজ্য মন্ত্রক এবং শিল্প সংস্থাগুলিকে নিয়ে গঠিত প্যানেলের সুপারিশ অনুসারে এক্ষেত্রে ৫ শতাংশ থেকে ১০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক বৃদ্ধি করা হতে পারে। যার জেরে মোবাইলের চার্জার, শিল্প সংস্থায় ব্যবহৃত রাসায়নিক, ল্যাম্প, কাঠের আসবাব, মোমবাতি, অলংকার এবং আমদানি করা হস্তশিল্প সামগ্রীর দাম বাড়তে চলেছে।
Blogger দ্বারা পরিচালিত.