আয় বাড়েনি, ধুঁকছে ভারতীয় রেল, হতে পারে আরও কর্মী ছাঁটাই
Odd বাংলা ডেস্ক: আয় এবং খরচের ব্যস্তানুপাতিক সম্পর্কের ভিত্তিতে কোনও সংস্থার অপারেটিং রেসিও নির্ধারিত হয়। এর ভিত্তিতেই সংস্থার আর্থিক স্বাস্থ্য বোঝা যায়। যে সংস্থার অপারেটিং রেসিও যত কম তাদের অর্থনৈতিক অবস্থা তত ভালো। ২০১৭-১৮ আর্থিক বছরে রেলের অপারেটিং রেসিও ছিল ৯৭.৩ শতাংশ। অর্থাৎ ১০০ টাকা আয় করতে গিয়ে রেলকে খরচ করতে হয়েছে ৯৭ টাকা ৩০ পয়সা। এ বছর তা ৯৫ শতাংশে নামিয়ে আনার টার্গেট নিয়েছিল রেল।
মূলত পণ্য পরিবহন পরিষেবা থেকে রেলের লাভ হয়। তার সিংহভাগ অংশ খরচ হয় যাত্রী পরিবহন এবং অন্যান্য কোচ সংক্রান্ত পরিষেবায় ভরতুকি দিতে গিয়ে। কিন্তু এই বছরে আর্থিক শ্লথতার জেরে কয়লা এবং সিমেন্ট চলাচল কম হওয়ায় পণ্য পরিবহন থেকে রেলের আশারূপ আয় হয়নি। যার জেরে অপারেটিং রেসিওর উপরে নেতিবাচক প্রভাব পড়েছে।
এই ক্ষতি কীভাবে পূরণ করা যাবে সে নিয়ে এখন বিশেষজ্ঞ মহল চিন্তায়। কেউ বলছেন রেলের বেসরকারিকরনই এর একমাত্র সমাধান আবার কেউ বলছেন কর্মী ছাঁটাই এর একমাত্র সমাধান।
Post a Comment