কোনও শক্তিই কাশ্মীরি পণ্ডিতদের ঘরে ফেরা আটকাতে পারবে না: রাজনাথ সিং


Odd বাংলা ডেস্ক: কোনও শক্তিই কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীরে ফেরার পক্ষে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। সোমবার দৃপ্ত কণ্ঠে এই বার্তাই দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী রাজনাথ সিং। রাজনাথ আরও বলেন, কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রদানকারী ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরকে পুনর্গঠিত করার যে সিদ্ধান্ত নিয়েছে, তার পক্ষেও সওয়াল করেন। 

পাশাপাশি এদিন পাকিস্তানের উদ্দেশেও কড়া বার্তা দেন রাজনাথ। তিনি বলেন, ভারত কোনওভাবে ক্ষতিগ্রস্থ হলে ভারত কাউকে শান্তিতে থাকতে দেবে না। তাঁর কথায়, 'আমরা কাউকে স্পর্শ করব না, তবে কেউ যদি আমাদের উত্যক্ত করে, তবে আমরা কাউকে শান্তিতে থাকতে দেব না'

১৯৯০-এর দশকের শেষদিকে জঙ্গিদের জন্য বিপুল সংখ্যক কাশ্মীরি পণ্ডিতদের দেশত্যাগের কথা উল্লেখ করে রাজনাথ সিং বলেন, আজকের দিনে আর কোনও শক্তিই তাদের নিজের ঘরে ফেরার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না। পাশাপাশি সংশোধিত নাগরিকত্ব আইন প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, কোনও ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা আইন নয়, বরং ধর্মীয় নিপীড়নের শিকার যাঁরা তাঁদের স্বস্তি দেওয়াই এর মূল লক্ষ্য।
Blogger দ্বারা পরিচালিত.