মোদী বাদ, রাষ্ট্রপতি কোবিন্দই কেন পতাকা উত্তোলন করবেন?


Odd বাংলা ডেস্ক: জানি শিরোনামটি চমকে দেওয়ার মতো। কিন্তু আসল ব্যাপারটা একটু আলাদা। দেশের ইতিহাস এটাই বলছে। এটাই নিয়ম। সেই নিয়ম মেনেই কোবিন্দের হাতেই তেরঙ্গা খুলে গিয়ে উড়বে লালকেল্লায়। কিন্তু কেন এমন হয়? কারণ প্রতি বছর স্বাধীনতা দিবসে অর্থাৎ ১৫ আগস্ট এবং প্রজাতন্ত্র দিবসে অর্থাৎ ২৬ জানুয়ারি পতাকা উত্তলন করা হয়। কিন্তু দুই ক্ষেত্রে আলাদা নিয়ম কেন? যদি ভালো করে কী লক্ষ্য করেন তাহলে দেখা যাবে দিল্লিতে প্রত্যেক ১৫ আগস্ট পতাকা উত্তোলন করেন দেশের প্রধানমন্ত্রী এবং ২৬ জানুয়ারি পতাকা উত্তোলন করেন রাষ্ট্রপতি। এখানেই প্রশ্ন ওঠে। দেশের সাংবিধানিক প্রধান হওয়া সত্ত্বেও স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি পতাকা উত্তোলন করেন না কেন?
Blogger দ্বারা পরিচালিত.