চোখের নিচে পড়ছে কালি, দূর করবেন যেভাবে


Odd বাংলা ডেস্ক: অনেক ব্যস্ততার মাঝে হয়তো আপনি বুঝতেই পারছেন না, একদিন হঠাৎ আবিষ্কার করলেন, বিদঘুটেভাবে আপনার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। নিশ্চয়ই চিন্তায় পড়ে যাবেন। কখন হলো, কিভাবে এই দাগ দূর করা যায় এসব ভেবে অবশ্যই দুঃশ্চিন্তা হবে আপনার। কিন্তু খুব সহজেই এটা এড়িয়ে যেতে পারতেন আপনি যদি আপনার জানা থাকে চোখের নিচে কালি পড়ার কারণগুলো কি কি! জেনে নিন-

চোখের নিচে কালি পড়ার কারণ

চোখের নিচের এবং আশপাশের ত্বক অনেক বেশি স্পর্শকাতর। চোখের নিচে অনেক ছোট ছোট রক্তনালি থাকে, নানা কারণে যা আস্তে আস্তে বড় এবং ফুলে উঠতে থাকে যা চোখের নিচের ত্বক কালো করে দেয়।

দীর্ঘ সময় পানি না পান করা বা শরীর থেকে বেশি মাত্রায় পানি বেরিয়ে গেলে ত্বক শুষ্ক হয়ে উঠে। এর ফলে চোখের নিচে কালি পড়তে পারে।

চোখ কচলানো, চোখে বেশি প্রসাধনী ব্যবহার ও প্রসাধনী না উঠিয়ে ঘুমাতে যাওয়া, এমনকি কমদামি প্রসাধনী ব্যবহার থেকেও চোখের নিচে কালি জমতে পারে।

পর্যাপ্ত ঘুমের অভাব, ধূমপান, অতিরিক্ত ক্যাফেইন, অ্যালকোহল এবং সূর্যরশ্মির প্রভাব এ সমস্যা হতে পারে।

কম্পিউটার বা টিভির সামনে বেশিক্ষণ বসে থাকলে এমন হতে পারে।

দীর্ঘদিন অসুখে ভুগলেও চোখের নিচে কালি পড়তে পারে। মানসিক চাপ, অ্যালার্জি, ঠাণ্ডা বা সর্দি থেকেও এ সমস্যা হতে পারে।

ওষুধের প্বার্শপ্রতিক্রিয়ায় অনেক সময় চোখের নিচে কালি জমে।

অনেকসময় চোখের নিচে ফ্লুইড জমা হয়, যে কারণে চোখের নিচটা ফুলে যায় এবং চোখের নিচে কালি পড়ে।

রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া হলেও চোখের নিচে কালি পড়তে পারে।

পাকস্থলি, লিভারের অসুখ বা দীর্ঘদিনের অসুস্থতার কারণে চোখের নিচে কালো দাগ পড়তে পারে।

নারীদের গর্ভাবস্থা বা ঋতুচক্রের সময় চোখের নিচে কালি পড়ে।

বংশগত কারণেও অনেকের চোখের নিচে কালি পড়তে পারে।

Blogger দ্বারা পরিচালিত.