দেখে আসুন, উত্তরাধিকারে পাওয়া দায়িত্ব কীভাবে এগিয়ে নিয়ে যাবে 'দ্বিতীয় পুরুষ'


Odd বাংলা ডেস্ক: বৃহস্পতিবার মানে ২৩শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে বহু প্রতিক্ষিত সিনেমা দ্বিতীয় পুরুষ। বাইশে শ্রাবণের কথা মাথায় রেখেই দর্শক মহল এই ছবি নিয়ে খুব উৎসাহী।  বাইশে শ্রাবণের শেষে প্রসেনজিৎ মানে আইপিএস প্রবীর রায় চৌধুরীর মৃত্যু অভিজিৎ পাকরাশিকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। বাকিটা যেন না বলেও সেদিন বলে দিয়ে গিয়েছিলেন পরিচালক সৃজিত। সেখানেই লুকিয়ে ছিল দ্বিতীয় পুরুষের উত্তরাধিকার। এবং সময়ের চাকা পরমব্রত অর্থ্যাৎ অভিজিৎ-কে আরও পরিনত করে তুলেছে।  সেখান থেকেই দ্বিতীয় পুরুষ আবার এগিয়ে নিয়ে যাবে এই গল্পকে। 

এই ছবিতে স্টার কাস্টও কিন্তু খুবই জমজমাট। পরমব্রত ও আবির দুজনেই এই বাংলার সেরা অভিনেতাদের মধ্যে অন্যতম। তাঁরা দুজনেই আছেন। এছাড়াও রাইমা সেনকে ভুললে চলবে না। অভিজিৎ পাকরাশির বস প্রবীর রায় চৌধুরীর যেমন একটা ব্যক্তিগত টানাপোড়েন ছিল, তেমনই এখানেও সেই দাম্পত্যের হাতছানির প্রতীক হচ্ছেন রাইমা সেন। এছাড়াও পাশের বাড়ির ছেলে হিসেবে বাংলার দর্শক যাঁকে চেনে সেই ঋতব্রতও এই ছবিতে বেশ পরিনত। তাছাড়া অভিজিৎ আবার নিজের অনুজ খুঁজে পেয়েছেন। এবং সেই চরিত্রে অভিনয় করছেন গৌরব চক্রবর্তী। আর সবচেয়ে বড় আকর্ষন বোধহয় অনির্বান। খোকাকে নিয়ে ইতিমধ্যেই ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়াতে। সব মিলিয়ে নয় বছর আগে ঠিক যে কারনে আপনি বাইশে শ্রাবণ দেখতে গিয়েছিলেন। সেটাকেই আবারও ভাবুন। দ্বিতীয় পুরুষের দায়িত্বটা আর একটু বেশি। ফলে গল্পকার সৃজিত তাঁর ঝুলি থেকে আরও একটা ব্রহ্মাস্ত্র যে প্রয়োগ করেছেন তা বোঝাই যাচ্ছে। দেখে আসুন অবিলম্বে।       
Blogger দ্বারা পরিচালিত.