'অবিলম্বে মুখ্যমন্ত্রীকে তাঁর পদ থেকে অপসারণ করা হোক', সুপ্রিম কোর্টে আবেদন সাংবাদিকের!


Odd বাংলা ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দোপাধ্যায়কে অপসারণের আর্জি এল সুপ্রিমকোর্টে। এদিন ভারকী নামে এক সাংবাদিক শার্ষ আদালতে এই আবেদনটি করেছেন বলে জানা গিয়েছে। রাজ্যপাল জগদীপ ধনখড় যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে অবিলম্বে অপসারণ করার নির্দেশ দেন, সেই আবেদনই করা হয়েছে শীর্ষ আদালতের কাছে। 

প্রসঙ্গত, নাগরিকত্ব (সংশোধনী) আইনের বিরুদ্ধে শুরু থেকেই সরব মমতা বন্দোপাধ্যায়। এমনকী পশ্চিমবঙ্গে এনআরসি হতে দেবেন না বলেও কেন্দ্রকে একাধিকবার হুঁশিয়ারি জারি করেছেন তিনি। শুধু তাই নয়, গত ১৯ ডিসেম্বরে একটি জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, 'বিজেপির সাহস থাকলে তারা রাষ্ট্রপুঞ্জের নজরদারিতে নাগরিকত্ব আইন নিয়ে গণভোট করে দেখাক।' তিনি আরও বলেন, এই ভোটে বিজেপি হেরে গেলে সরকার থেকে সরে যেতে হবে বিজেপিকে। 

মমতা বন্দোপাধ্যায়ের এই মন্তব্যকে অসাংবিধানিক বলে ব্যাখ্যা করেছেন এই জনৈক। ওই সাংবাদিক আরও দাবি করেছেন যে,  দেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করেন না। আর সেই অভিযোগেই তাঁর পদ থেকে তাঁকে অপসারণের দাবি তুললেন ওই ব্যক্তি। 
Blogger দ্বারা পরিচালিত.