তৈরি হল ৩৩৮ ফুটের পিৎজা! নেপথ্যের কারণ চোখে জল আনবে


Odd বাংলা ডেস্ক: অস্ট্রেলিয়ার দাবানলের কবলে পড়ে বিধ্বংসী অগ্নিকাণ্ডের সঙ্গে লাগাতার লড়াই করে গিয়েছেন যাঁরা, তাঁদের কুর্নিশ জনাতেই নেওয়া হল এক অভিনব উদ্যোগ। অস্ট্রেলিয়ার দাবানলে নিরন্তর কাজ করে যাওয়া দমকলকর্মীদের জন্য অর্থ সাহায্য করতে তৈরি করা হয়েছে সুবিশাল একটি পিৎজা। 

সিডনিতে একটি পিজারিয়া রেস্টোরেন্ট চালান পিয়েরে এবং রোজমেরি মোইও নামে দুই ভাইবোন। তাঁরাই উদ্যোগ নিয়ে তৈরি করেচেন ৩৩৮ ফুটের একটি পিৎজা। টপিং হিসাবে ব্যবহার করেছেন মোজোরেলা চিজ এবং টোম্যাটো সস, বেসিল পাতা, ওরেগ্যানো এবং অলিভ অয়েল। প্রায় ৯০ কেজি ময়দা লেগেছে এই পিৎজাটি তৈরি করতে। 
খবরটি জানা জানি হতে স্থানীয় মানুষ ভিড় জমান ওই রেস্তোরাঁয়। সকলকে খাওয়ানোর জন্য পিৎজাটিকে ৪০০০টি স্লাইস করা হয়েছিল। প্রায় ৩০০০ মানুষ নিজে থেকেই নিউ সাউথ ওয়েলস-এর দাবানলের জন্য অর্থ সাহায্য করেন। রেস্তোরাঁর মালিক ওই দুই ভাই-বোন জানিয়েছেন, তাঁদের তৈরি পিৎজা হয়তো কোনও বিশ্ব রেকর্ড ভাঙতে পারেনি। তবে অস্ট্রেলিয়ার দাবানলে নিরন্তর কাজ করে যাওয়া দমকলকর্মীদের অনুদান যোগাড় করার ক্ষেত্রে তাঁদের উদ্যোগ সকলের মনে থাকবে বলেও দাবি তাঁদের।  
Blogger দ্বারা পরিচালিত.