বিশ্বে এই প্রথম, কোনও কৃত্রিম অঙ্গ পেতে চলেছে নাগপুরের 'সাহেবরাও'


Odd বাংলা ডেস্ক: বিশ্বে এই প্রথম কৃত্রিম অঙ্গ প্রদান করা হবে নাগপুরের সাহেবরাও-কে। ৯ বছরের বয়সী ওই বাঘটিকে বিশেষ সার্জারির মাধ্যমে কৃত্রিম অঙ্গ লাগানো হবে বলে জানা গিয়েছে। 

এর জন্য তৈরি হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটা বিশেষ দল, যার মধ্যে রয়েছেন, অর্থোপেডিক সার্জন শুশ্রুত বাভুলকর, পশু চিকিৎসক শিরিশ উপাধ্যায়, মহারাষ্ট্রের প্রাণী ও মৎস বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের বন্যজীবন গবেষণা প্রশিক্ষণকেন্দ্রের এক চিকিৎসককর্মী, আইআইটি বোম্বাইয়ের বিশেষজ্ঞ এবং লিডস বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডঃ পিটার জিয়াননৌদিস। 

গোরেওয়াডা রেসকিউ সেন্টারে এই অপারেশন হবে বলে জানা গিয়েছে। মহারাষ্ট্রের বন উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তারাও চিকিৎসা চলাকালীন সেখানে উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত সাহেবরাওই হবে পৃথিবীর প্রথম বাঘ যে কৃত্রিম অঙ্গ পাবে। এর আগে হাতি এবং কুকুরের শরীরে এইভাবে কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছিল। 
Blogger দ্বারা পরিচালিত.