২৯ নাকি ৩০, সরস্বতী পুজো ঠিক কবে?


Odd বাংলা ডেস্ক: সরস্বতী পুজো ২০২০ সালে পড়তে চলেছে ৩০ জানুয়ারি। যদিও বসন্ত পঞ্চমী পড়ছে ২৯ জানুয়ারি। তবে পুজোর দিন, ১৫ মাঘ আয়োজিত হতে চলেছে পঞ্জিকা মতে। আর এই তিথিতেই এবার ১৪২৬ সালে আয়োজিত হবে সরস্বতী পুজো। প্রসঙ্গত, মাঘ মাসের চতুর্থীতে আয়োজিত হয় গণেশবন্দনাও। ১৪২৬ বাংলা সালে এই গণেশ বন্দনার সময় পড়েছে ২৮ জানুয়ারি। ২৮ তারিখ গণেশ চতুর্থী পালিত হতে চলেছে।
Blogger দ্বারা পরিচালিত.