মহাকাশ বিজ্ঞানী আবার বাঁশিও বাজান! ভাইরাল ভিডিও দেখে গুণমুগ্ধ নেটিজেনরা


Odd বাংলা ডেস্ক: ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর ২০১৯ সালের শেষ পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমির বৈঠক ছিল হত ৩১ ডিসেম্বর। সেদিন অনুষ্ঠানের শেষে বাঁশি বাজালেন এক বর্ষীয়ান মহাকাশ বিজ্ঞানী। যিনি রাঁধেন তিনি চুলও বাঁধেন- মহিলাদের নিয়ে এমন একটা প্রবাদ প্রচলিত। তবে যিনি মহাকাশ বিজ্ঞানী তিনি আবার বাঁশিও বাজান এমন নজির কিন্তু এর আগে খুব একটা দেখা যায়নি। 

কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তথা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির সদস্য জয়রাম রমেশ ওই বিজ্ঞানীর বাঁশি বাজানোর ভিডিওটি ট্যুইটারে শেয়ার করেন। যে বর্ষীয়ান বিজ্ঞানী বাঁশি বাজিয়েছেন, তাঁর নাম পি কুনহিকৃষ্ণান। বর্তমানে তিনি বেঙ্গালুরুর ইউ.আর. রাও স্যাটেলাইট সেন্টার-এর ডিরেক্টার। পাশাপাশি তিনি শ্রীহরিকোটা সতীশ ধাওয়ান স্পেস সেন্টারের পরিচালকের দায়িত্বও পালন করেছেন এবং ভারতের বেশ কয়েকটি স্যাটেলাইট অপারেশনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 

মহাকাশ বিজ্ঞানীর এমন অসাধরণ প্রতিভা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পাওয়ার পরেই তা বিপুল পরিমাণে শেয়ার হয়েছে। নেটিজেনরা তাঁর গুণের বিশেষ প্রশংসা করেছেন। দেখুন সেই ভিডিও-
Blogger দ্বারা পরিচালিত.