কাশ্মীরের পন্ডিতদের এভাবেই বের করে দেওয়া হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল মা-বোনেদের
Odd বাংলা ডেস্ক: সামনে এল বিধু বিনোদ চোপরার আসন্ন সিনেমা সিকারা ছবির ট্রেলার। যেখানে কাশ্মীরি পণ্ডিতদের বাড়ি আগুনে পুড়ে দেওয়ার ঘটনার সাক্ষী ছিলেন এক দম্পতি। যার ফলে কাশ্মীরের ভিটেবাড়ি ছাড়তে বাধ্য হয়েছিলেন হাজারো পণ্ডিত-পরিবার। রাজনীতি, সমালোচনার মধ্যেও ভালোবাসার বন্ধনকেই আঁকড়ে ধরেছে এই মুভিটি। আর এই ভালোবাসাই সিনেমার আশা-ভরসা।
কীভাবে পণ্ডিতদের সঙ্গে ব্যবহার করা হত, কাশ্মীর ছেড়ে চলে আসার পথে তাঁদের সঙ্গে কেমন আচরণ করা হয়েছিল. উদ্বাস্তু শিবিরে কেমন জীবন অতিবাহিত হয়েছিল, সব কিছুই ফুটে উঠেছে সিনেমায়। প্রকাশ্যে আনা হয়েছে ৩০ বছর আগের নানা অজানা ঘটনা ও কাহিনি। যার একঝলক দেখা গিয়েছে সদ্য মুক্তি পাওয়া ট্রেলারে।
Post a Comment