স্ত্রীরা স্বামীর পেছনে কেন হাঁটেন, জানালেন স্মৃতি ইরানি
Odd বাংলা ডেস্ক: স্বামী-স্ত্রী রাস্তায় কখনও সমান তালে চলতে পারেন না৷ স্ত্রীরা দু’কদম পিছিয়েই থাকনে৷ অর্থাৎ যাই হয়ে যাক না কেন স্বামীর থেকে কিছুটা পিছিয়েই চলেন স্ত্রী৷ এর সঠিক কারণও বাতলে দিয়েছেন স্মৃতি ইরানি৷ তিনি বলেছেন যে স্বামীকে সঠিক পথে রাখতেই নাকি মহিলারা দু’পা পিছিয়ে হাঁটেন৷ অর্থাৎ স্বামীর থেকে স্ত্রীর দু’পা পিছিয়ে হাঁটা আমাদের ভারতীয় সংস্কৃতির এক অঙ্গ৷ স্মৃতির ব্যাখ্যা স্বামী যদি কোনওভাবে বিপথে চালিত হন, বা রাস্তা ভুল করে ফেলেন তাহলে পিছনে হাঁটতে থাকা স্ত্রী সেটা দেখতে পাবেন৷ এবং সঙ্গে সঙ্গে স্বামীকে সামলে নেবেন৷
কোনওভাবেই স্বামীকে বিপথে চলতে দেবেন না তিনি৷ স্বামীকে আগলে রাখার জন্যই এইভাবে তার পিছনে থাকেন স্ত্রী৷স্মৃতি ইরানির এই বক্তব্য কিছুদিন আগের হলেও টিকটিকে এই ভিডিওটি শেয়ার হতেই ফের ভাইরাল হয়েছে৷ বহু মহিলার এই বক্তব্য পছন্দ হয়েছে৷ তারা অনেকেই এই টিকটিক ভিডিও শেয়ার করে স্মৃতির প্রশংসা করেছেন৷ স্মৃতি সুবক্তা৷ তিনি অনকে সময় অনেক বক্তব্য পেশ করেছে যা কখনও ট্রোলড হয়েছে কখনও বা প্রশংসিত হয়েছে৷ তবে ট্রোল হওয়ার ভয়ে তিনি চুপ থাকেননি৷
Post a Comment