করোনা ভাইরাসের জন্য দায়ি নয় সাপ, প্রকাশ্যে এল চাঞ্চল্যকর গবেষণা


Odd বাংলা ডেস্ক: করোনা ভাইরাস ঘিরে ইতিমধ্যেই উত্তাল হয়ে উঠেছে সারা বিশ্ব। করোনা ভাইরাসের প্রকোপে কার্য ত মহামারির আকার ধারন করেছে চিন। চিন ছাড়াও আরও বেশ কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাসের প্রকোপ, যার জেরে চাপ বেড়েছে আন্তর্জাতিক মহলে। প্রাথমিরভাবে দাবি করা হয়েছিল, চিনের দুই প্রজাতির সাপ থেকেই এই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। 

কিন্তু নতুন একদল গবেষক এই দাবির বিরুদ্ধেই প্রশ্ন তুলেছেন। আদতে সাপের কারণেই এই ভাইরাস ছড়িয়ে পড়েছে কি না, তা নিয়েই প্রশ্ন করেছেন তাঁরা। গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজিস্ট ডেভিড রবার্টসন দাবি করে ছেন, মারণ করোনা ভাইরাসের বাহক সাপ নয়। স্তন্যপায়ী প্রাণী এবং পাখি থেকেই যে এই ভাইরাসের বাহক, তারও প্রমাণ পাওয়া গিয়েছে। আর এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি, যাতে বলা যায় এই ভাইরাসের বাহক সাপ। বিখ্যাত বিজ্ঞান বিষয়ক পত্রিকা নেচার-কে দেওয়া সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন ওই গবেষক। 


ডেভিড রবার্টসনের এই দাবির সঙ্গে একমত হয়েছেন সাও পাওলো বিশ্ববিদ্যালয়ের এক গবেষকও। তাঁর দাবি সাপ এই ভাইরাসের জন্য দায়ি নয়। স্তন্যপায়ী প্রাণী এবং পাখিদের মাধ্যমেই এই বাইরাস ছড়াতে পারে। 
Blogger দ্বারা পরিচালিত.