কলকাতা শহরে ঘুরে দেখার মতো কয়েকটি অসাধারণ সংগ্রহশালার (মিউজিয়াম) খোঁজ
Odd বাংলা ডেস্ক: কলতাকার বুকে ভারতীয় যাদুঘরে তো সকলেই কখনও না কখনও গিয়েছেন। কিন্তু আপনি কি জানতেন কলকাতার বুকে এমন অনেক অসাধারণ মিউজিয়াম রয়েছে, যেখানে শুধু দেখার মতোই নয়, জানার মতো বহু জিনিস রয়েছে।
১) নেহেরু চিল্ন্ড্রেন্স মিউজিয়াম- ছোটদের জন্য তো বটেই এমনকি বড়দের জন্যও খুব আকর্ষণীয় এই মিউজিয়াম। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের সংস্কৃতি তুলে ধরা হয়েছে এক ছাদের তলা। ছোট ছোট পুতুলের মাধ্যমে বিভিন্ন প্রদেশের নানা পরিধানের গল্প ফুটে উঠেছে। তাছাড়া এই মিউজিয়ামে বিভিন্ন বিভিন্ন কর্মশালারও আয়োজন করা হয়। একদম এক্সাইড মোড়ে এই মিউজিয়ামটি বুধবার থেকে রবিবার পর্যন্ত সকাল ১১টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা।
২) বোট মিউজিয়াম- ভিআইপি রোডের কাছে আম্বেদকর ভবনেই রয়েছে এই বোট মিউজিয়াম রয়েছে৷ এর নির্মাণ হয়েছিল ২০১৪ সালে। নানা ধরনের নৌকোয় সেজে উঠেছে এই বোট মিউজিয়াম৷ হরপ্পা যুগের নৌকো থেকে শুরু করে আধুনিক যুগের নৌকা সাজানো রয়েছে এই মিউজিয়ামে৷ ১ ঘণ্টা রও কম সময়ে দেখে ফেলতে পারেন এই মিউজিয়াম। সোমবার থেকে শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা এই মিউজিয়াম।
৩) রেল মিউজিয়াম-হাওড়া স্টেশনের কাছেই রয়েছে রেল মিউজিয়াম৷ পুরনো দিনের রেল ইঞ্জিন থেকে শুরু করে আধুনিক রাজধানী সবকিছুরই দেখা মিলবে এই মিউজিয়াম৷ প্রতিদিন সকাল ১০.৩০ থেকে বিকেল ৫.৩০-এর মধ্যে যেতে পারেন এই মিউজিয়ামে। সোমবার বন্ধ। মাথাপিছু প্রবেশ মূল্য মাত্র ১০ টাকা।
৪) মাদারর্স ওয়াক্স মিউজিয়াম- নিউটাউনে অবস্থিত এই মিউজিয়ামে একসঙ্গে দেখা মিলবে বাংলার মনীষীদের থেকে শুরু করে অভিনয় জগতের বিশিষ্ট অভিনেতাদের। মঙ্গলবার থেকে রবিবার দুপুর ১২টা থেকে সন্ধে ৭.৩০ পর্যন্ত খোলা থাকে এই মিউজিয়াম। সোমবার বন্ধ। তিন বছরের উর্ধ্বে প্রবেশমূল্য ২৫০ টাকা।
৫) স্মরণিকা ট্রাম মিউজিয়াম- ধর্মতলা সিটিসি কমপাউন্ডের কাছে রয়েছে স্মরণিকা। কলকাতার অন্যতম ঐতিহ্যপূর্ণ এই ট্রামের বিবর্তনের ইতিহাস ধরা পড়েছে এই মিউজিয়ামে। একেবারে ট্রামের আদলে গড়ে ওঠা একটা কামড়ার মধ্যে রয়েছে এই মিউজিয়াম। আর একটি কামড়ায় রয়েছে কপি শপ। মিউজিয়ামের টিকিট মূল্য ১০ টাকা। দুপুর ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত খোলা।
Post a Comment