কুসন্তান! শীতের মধ্যেই নিজের শতায়ু মা'কে স্টেশনে ফেলে দিয়ে গেল ছেলে


Odd বাংলা ডেস্ক: দুটি চোখ এখনও সেই কুসন্তাকেই খুঁজে চলেছে। হাত নেড়ে কিছু একটা বলার চেষ্টা করছেন। কাঁপতে থাকা হাত দুটো জানে না কী আঁকড়ে বেঁচে থাকবে। তবু তো মা। অভিশাপ দিতে পারবেন না। হাজার হলেও নিজের ছেলে বলে কথা।  মাঝেমধ্যে মুখ নেড়ে কিছু একটা বলার চেষ্টা করেন। এমন অসহায় বৃদ্ধার কপালেই জুটল অমানুষ ছেলে ৷ মা-কে শীতের রাতেই স্টেশনে ফেলে পালাল ছেলে ! ঘটনাটি ঘটেছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর রেলস্টেশনে৷

কঙ্কালসার শরীর নিয়ে স্টেশনের পরিত্যক্ত প্ল্যাটফর্মে পড়েছিলেন ওই বৃ্দ্ধা ৷ স্থানীয় মানুষজনই শেষপর্যন্ত তাঁকে উদ্ধার করেন ৷ এক প্রত্যক্ষদর্শীর কথা অনুযায়ী, একটি ভ্যানে করে ওই বৃদ্ধাকে নিয়ে এসে স্টেশনে ফেলে যান একজন মহিলা ও একজন পুরুষ। তিনি তখন স্টেশনেই উপস্থিত ছিলেন। বৃদ্ধাকে ফেলে রেখে চলে যাওয়ার সময় তাদের ডেকেওছিলেন। কিন্তু কোনও সাড়া না দিয়ে চলে যায় ছেলে ও বৌমা। এর পরেই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধা। পরে পুলিশ ও স্থানীয়দের সাহায্যে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসায় এখন কিছুটা সাড়া দিলেও প্রচণ্ড অসুস্থ তিনি ৷
Blogger দ্বারা পরিচালিত.