ধোপে টিকল না নাবালকত্বের যুক্তি, প্রাণভিক্ষার শেষ আর্জি খারিজ সুপ্রিম কোর্টের
Odd বাংলা ডেস্ক: নির্ভয়ার গণধর্ষণ এবং হত্যাকাণ্ডে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তার আসামীর মধ্যে অন্যতম পবন কুমার গুপ্ত প্রথম থেকেই দাবি করে আসছে ২০১২ সালে সেই ঘটনার সময় সে কিসোর ছিল।
বর্তমানে তিহার জেলে বন্দি পবন গুপ্ত বুধবার দিল্লি হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছিল যে, ২০১২ সালে ঘটনার সময় সে যেহেতু সে নাবালক ছিল, তাই তার বিচার প্রক্রিয়া জুভেনাইল জাস্টিস অ্যাক্ট অনুসারেই হওয়া উচিত। এই আবেদনে তার আইনজীবি এপি সিং জানিয়েছেন, পবন গুপ্তের স্কুলের রিপোর্ট বলছে তার জন্মের তারিখ ৪ অক্টোবর, ১৯৯৬। কিন্তু তার বয়সের সংশাপত্র বলছে ২০১২ সালে পবনের বয়স ছিল ১৮। অর্থাৎ নাবালকত্বের কোনও প্রশ্নই আসে না। ফলে দিল্লি হাইকোর্ট এই নাবালকত্বের আর্জি প্রত্যাখ্যান করেছে।
এতকিছুর পরেও শুক্রবার ফের একই আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল পবন কুমার গুপ্ত। আর একই বিষয় নিয়ে বারংবার আর্জি জানানোয় একপ্রকার বিরক্ত হয়েই তার এই আবেদন ফের খারিজ করে দেয় শীর্ষ আদালত। নির্ভয়ার চার আসামীর ফাঁসি আগামী ১ ফেব্রুয়ারি ভোর ৬টায় স্থির করা হয়েছে।
Post a Comment