সেনা দিবসের ইতিহাসে প্রথম, কুচকাওয়াজে নেতৃত্ব দিলেন মহিলা সেনা অফিসার তানিয়া সেরগিল
Odd বাংলা ডেস্ক: আজ ১৫ জানুয়ারি সেনা দিবস। আর সেনাদিবসের কুচকাওয়াজের ইতিহাসে প্রথমবার প্যারেডের নেতৃত্বে রইলেন এক মহিলা সেনা অফিসার। ৫.৯ ফুট উচ্চতার ফোর্থ জেনারেশন সৈনিক তানিয়ে সেরগিলকে দু-বছর আগে সিগন্যাল কর্পসে নিযুক্ত করা হয়।
আর এবার তাঁকে সেনা দিবসের প্যারেডে নেতৃত্ব দিতে দেখা গিয়েছে। কুচকাওয়াজ পরিচালনা করার একটা গুরুত্বপূর্ণ ভার ছিল তাঁরই কাঁধে। প্রসঙ্গত এবারের ২৬ জানুয়ারির কুচকাওয়াজেও তিনি এখই দায়িত্ব পালন করবেন।
তানিয়ে সেরগিলের বাড়ি পঞ্জাবের হোসিয়ার পুরে। তাঁর বাবাও কিন্তু বহু বছর ধরে সেনেবাহিনীতে নিযুক্ত ছিলেন। এরপর তিনি সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে যোগদান করেন। তিনি নাগপুরের একটি কলেজ থেকে ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশনে ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন ফটোগ্রাফি, গান এবং ঘুরে বেড়ানো তাঁর শখ।
ভারতীয় সেনাবাহিনী প্রতি বছর ১৫ জানুয়ারি তারিখটি সেনা দিবস হিসাবে উদযাপন করে থাকে। কারণ এই দিনেই প্রথম ভারতীয় জেনারেল ভারতীয় সেনাবাহিনীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। ১৯৪৯ সালের ১৫ জানুয়ারি জেনারেল কে এম কারিয়াপ্পা (পরবর্তীকালে ফিল্ড মার্শাল)ভারতীয় সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
বুধবারের কুচকাওয়াজে প্রদর্শিত সামরিক হার্ডওয়্যারের মধ্যে রয়েছে পদাতিক কমব্যাট ভেহিকেল বিএমপি-২কে, কে৯ বজ্র-টি আর্টিলারি বন্দুক, টি-৯০ মূল যুদ্ধের ট্যাঙ্ক এবং ছোট স্প্যান ব্রিজিং সিস্টেম।
Post a Comment