ভয়ঙ্কর জঙ্গি আক্রমণ, নিহত ১২


Odd বাংলা ডেস্ক: ফের বড়সড় একটা জঙ্গি আক্রমণ। জঙ্গিদের আক্রমণে নিহত হলেন কমপক্ষে ১২ জন মৎসজীবী। এবার ঘটনাস্থল ক্যামেরুনের পাশে সীমান্ত রেখা। চান্দ লেকে হামলার ফলে মৃত্যু হয় কমপক্ষে ১২ জনের। এলাকার মেয়র ওই ঘটনার এক প্রত্যক্ষদর্শীর কথা অনুসারে জানান, জঙ্গিরা ব্যবসায়ীদের ছদ্মবেশে এসেছিল। আর তারপর হঠাৎই আক্রমণ করে। জানা যাচ্ছে, ২২ ডিসেম্বর এই আক্রমণের ঘটনা ঘটলেও এতদিন এ ঘটনার কথা প্রকাশ্যে আসেনি। কিছু সময় আগেই এই ঘটনার কথা সামনে আসে। আশঙ্কা করা হচ্ছে বোকো হারাম জঙ্গি গোষ্ঠী এই আক্রমণের পিছনে রয়েছে। মৃতরা শুধুমাত্র যে ক্যামেরুনের বাসিন্দা এমন নয়। তবে মৃতদের মধ্যে অনেকে সেই সময় মাছ ধরছিলেন বলে জানা গিয়েছে। ডিসেম্বরেই হামলার জায়গায় একটি তল্লাশি দলকে পাঠানো হয়েছিল। তাঁরা লেকের জলে ভাসমান লাশ দেখতে পেয়েছিল। এমনটাই জানাচ্ছে রিপোর্ট। মেয়র রামাত জানান, চাদিয়ান সেনারা টহল দেওয়া বন্ধ করার পর থেকে এই অঞ্চলটি বোকো হারাম হামলার কেন্দ্রস্থল হয়ে উঠেছে।
Blogger দ্বারা পরিচালিত.