আগের রেকর্ড ভেঙে বিশ্বের সর্বোচ্চ সেতু তৈরি হল চিনে, খুলে দেওয়া হল জনসাধারণের জন্য


Odd বাংলা ডেস্ক: নিজের রেকর্ড নিজেই ভাঙল চিন। বিশ্বের সর্বোচ্চ সেতু তৈরি হল চিন-এ এবং তা খুলে দেওয়া হল জনসাধারণের জন্য। এর আগেই বিশ্বের সর্বোচ্চ সেতুর রেকর্ড গড়েছিল চিন। আর এবার নিজেই নিজের রেকর্ড ভাঙল এই দেশ। 

সোমবার দক্ষিণ-পশ্চিম চিনে উদ্ধোধন করা হল বিশ্বের সর্বোচ্চ সেতু 'ডাগ বেইপানজিয়াং'-এর। সমতল থেকে প্রায় ৫৬৫ মিটার উচ্চতায় অবস্থিত এই সেতুটির দৈর্ঘ্য ৩৪১ মিটার। চিনের গুইঝাউয়ের লিউপানসু ও ইউনানের জুয়ানউই-এর মধ্যেকার পথ প্রায় ৫ ঘণ্টা দীর্ঘ। এই যাত্রাপথকে কমিয়ে ৩ ঘণ্টা করে দিল এই সেতু। 

বিশ্বের উচ্চতম এই সেতুর নীচ দিয়ে সরু সুতোর মতো বয়ে চলেছে নিঝু নদী। সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যেখানে দেখা গিয়েছে। ড্রোনের সাহায্যে তোলা এই ভিডিওতে সেতুটিকে একাধিক অ্যাঙ্গেল শ্যুট করা হয়েছে। দেখুন সেই ভিডিও- 


এতদিন বিশ্বের সর্বোচ্চ সেতু ছিল চিনেরই 'সিডু রিভার ব্রিজ', এবার নিজের দেশেরই রেকর্ড ভাঙল চিন। 
Blogger দ্বারা পরিচালিত.