পরতেন হট স্যুইম সুট, নিজের সময় থেকে অনেকটা এগিয়ে ছিলেন সুচিত্রা সেন
Odd বাংলা ডেস্ক: প্রচণ্ড ব্যক্তিত্ব, প্রখর সম্ভ্রম আর দাপুটে অভিনয়- এই সব কিছু দিয়ে সুচিত্রা সেন জিতে নিয়েছিলেন প্রতিটা বাঙালির মন। ভীষণ ভার্সেটাইল ছিলেন তিনি। এক দিকে স্নিগ্ধ আবার অন্য দিকে দৃঢ়। আর তাঁর সেই ভীষণ রকম বাঙ্ময় দু’টো চোখ আর গভীর চাহনি, যার জন্য উথালপাথাল হতো প্রত্যেকটা বাঙালির মন! আজও একই ভাবে বাঙালির ইমোশনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছেন মহানায়িকা। অভিনয় জগতেই কি শুধু তাঁর অবদান? তা কিন্তু নয়! অভিনয় জগতের সঙ্গে সঙ্গে ফ্যাশন দুনিয়াতেও তিনি ছিলেন স্বতন্ত্র। তাঁর ফ্যাশন সেন্স আর স্টাইল স্টেটমেন্ট নিয়ে আজও চর্চা হয়। এমনকি সুচিত্রা সেনের তৈরি ফ্যাশন ট্রেন্ড আজও আমরা ফলো করে চলেছি।
তবে তাঁর ফ্যাশন সেন্স আর স্টাইল স্টেটমেন্ট নিয়ে বলতে গেলে যেটা সবার আগে বলতে হয়, সেটা হল- নিজের সময়ের থেকেও অনেকটা এগিয়েছিলেন তিনি! কারণ ইন্ডিয়ান থেকে ওয়েস্টার্ন আউটফিট, শাড়ি থেকে সুইম স্যুট, স্লিভলেস ব্লাউজ থেকে থ্রি-কোয়ার্টার হাতা ব্লাউজ- সব কিছুতেই তিনি সমান ভাবে সাবলীল ছিলেন। আর শাড়ির সঙ্গে শ্রাগ, স্টোল অথবা স্কার্ফের স্টাইলেও স্বতন্ত্র তিনি। আজও প্রতিটা মেয়ের কাছে স্টাইল আইকন সুচিত্রা সেন!
Post a Comment