শীতের রুক্ষ-শুষ্ক ত্বকের হাত থেকে মুক্তি পেতে ঘরেই বানিয়ে নিন 'সিরাম'
Odd বাংলা ডেস্ক: শীতের দিনে রুক্ষ-শুষ্ক ত্বক হওয়াটা খুবই স্বাভাবিক। রুক্ষ ত্বকের যত্ন নিতে নিশ্চয় অনেকরকম উপায় অবলম্বন করেছেন। কিন্তু বাজার চলতি দামী প্রোডাক্ট ব্যবহার করলে পকেটে টান পড়াটা স্বাভাবিক। তাই আপনাদের জন্য রইল শুষ্ক ত্বককে জেল্লাদার বানোর সহজ এক প্রাকৃতিক উপায়, যা বাড়ি বসেই তৈরি করে নিতে পারেন সহজেই।
এর জন্য প্রয়োজন-
গ্লিসারিন- ৫-৬ ফোঁটা
গোলাপ জল- ২০ মিলিলিটার
লেবুর রস- একটা গোটা লেবুর রস
ভিটামিন ই ক্যাপসুল ১টি (অপশনাল)
প্রণালী- প্রথমে সবকটি উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি একটি স্প্রে বোতলে ভরে নিন। ভিটামিন ই ক্যাপসুলটি মেশালে খুব ভাল ফল পাবেন। এই সলিউশনটি প্রতিদিন স্নানের পর মুখে স্প্রে করে আলতো হাতে মাসাজ করে নিন। শুষ্ক ত্বককে জেল্লাদার বানাতে এই সিরাম খুবই উপকার। যারা প্রতিদিন মেকআপ করেন, তারা এই সিরাম ব্যবহার করে মেকআপ তুলে নিতে পারেন।
Post a Comment