এবারের প্রজাতন্ত্র দিবসে রয়েছে এই ৫টি বৈশিষ্ট্য, না জানলে মিস


Odd বাংলা ডেস্ক: এবারের প্রজাতন্ত্র দিবসে বেশ কিছু বিশেষত্ব রয়েছে। যা জানা আমাদের সকলেরই খুব প্রয়োজন।  

প্রথমত – এই বছর পালন করা হচ্ছে মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী। এই উপলক্ষ্যে বছরভর চলবে শ্রদ্ধাজ্ঞাপন। ২৬ জানুয়ারি থেকেই শুরু হবে সেই শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান। 

দ্বিতীয়ত – ১৭টি ট্যাবলো আসতে চলেছে রাজ্যগুলি থেকে। আর সঙ্গে থাকবে ছয়টি মন্ত্রকের ট্যাবলোও। 

তৃতীয়ত – এই বছরের প্রজাতন্ত্র দিবসের থিম ‘গান্ধী’। 

চতুর্থত – প্রবাসী ভারতীয় দিবস ২০১৯-এর সম্মাননীয় অতিথিরাও এই বছরে রাজপথের কুচকাওয়াজের সাক্ষী থাকবেন। প্রসঙ্গত ২১ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত চলছে এই প্রবাসী ভারতীয় দিবস পালন উৎসব। 

পঞ্চমত – এই বছর বিমানবাহিনী জৈব জ্বালানির দ্বারা চালিত বিমান প্রদর্শন করবে। এই বিমানের ১০% জ্বালানি হল জৈব জ্বালানি। বিমানবাহিনীর এই বিমানগুলি বিজয় চিহ্ন ইংরাজির ‘ভি’ আকৃতির মতো সারি বেঁধে রাজপথের উপর দিয়ে উড়ে যাবে।
Blogger দ্বারা পরিচালিত.