অস্ট্রেলিয়ায় আগুনের গ্রাস থেকে এক পাল ভেড়াকে উদ্ধার করল এই সারমেয়


Odd বাংলা ডেস্ক: একদিন-দুদিন নয়, গত কয়েক মাস ধরেই পুড়ছে অস্ট্রেলিয়া। তীব্র দাবানলের জেরে এখনও পর্যন্ত প্রায় ৫০ কোটি প্রাণী পুড়ে গিয়েছে এবং ১০০০-এরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে গিয়েছে বলে খবর। এই একই পরিস্থিতি চোখে পড়েছিল অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া রাজ্যের একটি গ্রাম করিয়ং। 

আর এই আগুনের গ্রাস থেক এক পাল ভেড়াকে বাঁচাল একটি কুকুর! বিষয়টি অবাক করা হলেও এটাই সত্যি। মাত্র ৬ বছরের বর্ডার কলি প্রজাতির একটি কুকুর তাঁর অসাধারণ বিচক্ষণতাকে সঙ্গী করে বাঁচিয়েছে এক পাল ভেড়াকে। সূত্রের খবর, চোখের পলকে একটা আগুনের গোলা পুড়িয়ে ছাই করে দিল একটি কৃষিজমি। সেই কৃষিজমি সংলগ্ন স্থানে ছিন ওই ভেড়ার পাল, যারা প্রাণপনে সেখান থেকে পালানোর চেষ্টা করছিল। কিন্তু আগুনের শিখা এতটাই সর্বগ্রাসী যে, তারা পালাতে পারছিলর না। আচমকাই ওই ছোট্ট সারমেয়টি ভেড়ার পালকে উদ্ধার করে। 


সারমেয়টিকে অনুসরণ করেই ওই ভেড়ার পালটি নিরাপদ আশ্রয়ের সন্ধান পায়। তীব্র দাবানলের মধ্যে এমন অসাধারণ কাণ্ডের জন্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই সারমেয়। 
Blogger দ্বারা পরিচালিত.