'ভারতের বিচার ব্যবস্থার প্রতি আস্থা বাড়বে মেয়েদের', ধর্ষকদের ফাঁসির রায়ে খুশি নির্ভয়ার মা-বাবা
Odd বাংলা ডেস্ক: বিচার পেতে লেগে গেল প্রায় সাত বছর। অবশেষ সুবিচার পেল নির্ভয়ার আত্মা। আদালতের নির্দেশ অনুসারে নির্ভয়ার চার ধর্ষককে ফাঁসির নির্দেশ দিল আদালত। আগামী ২২ জানুয়ারি সকাল সাতটায় চারজন অপরাধীকে ফাঁসি দেওয়া হবে বলে জানা গিয়েছে।
দীর্ঘ সাত বছর ধরে নিজেকর মেয়েকে বিচার পাইয়ে দেওয়ার আশায় কোর্টের দরজায় ঘুরে বেরিয়েছেন, সেই নির্ভয়ার মা আশা দেবী যেন সাত বছর পর স্বস্তির নিঃশ্বাস নিলেন। তিনি আরও বলেন, এইভাবে ধর্ষকদের ফাঁসি হলে বিচার ব্যবস্থার প্রতি মেয়েদের আস্থা আরও বাড়বে।
Asha Devi, mother of 2012 Delhi gang-rape victim: My daughter has got justice. Execution of the 4 convicts will empower the women of the country. This decision will strengthen the trust of people in the judicial system. pic.twitter.com/oz1V5ql8Im— ANI (@ANI) January 7, 2020
এদিন সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, 'আমার মেয়ে সুবিচার পেয়েছে। চার অপরাধীর ফাঁসির সাজা দেশের মেয়েদের আরও উজ্জীবিত করবে এই সিদ্ধান্ত ভারতকের বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের মনে আস্থা জন্মাবে।'
মেয়ের ধর্ষণ এবং খুবনের অপরাধীদের সাজা হওয়া খুশি হয়েছেন নির্ভয়ার বাবা বদ্রীনাথ সিংও। তাঁর কথায় এইধরণের রায় মানুষের মনে ভয় তৈরি করবে যার ফলে তাঁরা এইধরণের অপরাধ করার আগে দু'বার ভাববে।
Post a Comment